www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

খাদ্য সংকট উত্তরণে কৃষি প্রশিক্ষণ


 এগ্রিবার্তা ডেস্ক    ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ৮:৫৯   সমকালীন কৃষি  বিভাগ


বিশ্ব খাদ্য সংস্থা ঘোষিত ২০২৩ সালে খাদ্য সংকট উত্তরণের লক্ষ্যে উইন টু ফুড ক্রাইসিসের উদ্যোগে পাবনা আটঘড়িয়া উপজেলার ৩০ চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সে সঙ্গে বিনামূল্যে তাদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে আটঘড়িয়া উপজেলা কৃষি দপ্তরের হলরুমে এ আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. আজাহার আলী। প্রশিক্ষণ দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ফারদিন হিউজ এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. ওমর ফারুক, মসকুউটো রিসার্চ সেন্টারের এমএ হামিদ প্রমুখ।




  এ বিভাগের অন্যান্য