অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শীর্ষ গম রফতানিকারক। এ বছরও দেশটিতে রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে দেশটির কৃষিপণ্য রফতানি আয় গত দশকের তুলনায় ৫০ শতাংশ বাড়তে পারে। খবর ইয়াহু নিউজ।
সরকারি পূর্বাভাস অনুযায়ী, অস্ট্রেলিয়ার কৃষকরা ২০২২-২৩ মৌসুমে সব মিলিয়ে ৩ কোটি ২২ লাখ টন গম উৎপাদন করতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে, যা গত বছরের ৩ কোটি ৬৬ লাখ টনের চেয়ে কিছু কম। অর্থাৎ এ বছর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। এদিকে গমের পাশাপাশি ক্যানোলা উৎপাদন বাড়ারও পূর্বাভাস মিলেছে।
এদিকে গম উৎপাদন বাড়ায় ২০২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়ার কৃষিপণ্য রফতানি আয় রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। আয়ের পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ৮০০ কোটি ডলারে।
সরকারি সংস্থার তথ্য বলছে, ২০২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়া বিশ্ববাজারে ২ কোটি ৫৮ লাখ টন গম সরবরাহ করতে সক্ষম হবে। গত মৌসুমে সরবরাহের পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ টন।